বিশ্ব নতুন এক বিপজ্জনক পর্যায়ে: ডব্লিউএইচও
প্রকাশিত হয়েছে : ৭:৩২:১০,অপরাহ্ন ১৯ জুন ২০২০ | সংবাদটি ৪২৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্ব নতুন এক বিপজ্জনক পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
শুক্রবার (১৯ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এটা ঠিক বহু লোক ঘরে থাকতে এখন বিরক্ত। অনেক দেশ তাদের অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ড খুলে দিতে ইচ্ছুক। কিন্তু ভাইরাসটি দ্রুত গতিতে ছড়াচ্ছে, এটি এখনো প্রাণঘাতী এবং অনেক মানুষ এখনো সংবেদনশীল।
এছাড়া গত এক দিনে এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিশ্বব্যাপী করোনায় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।
টেড্রোস আধানম জানান, শনাক্তদের প্রায় অর্ধেক আমেরিকার, এছাড়া বহু সংখ্যক দক্ষিণ এশিয়ার এবং মধ্য প্রাচ্যের।
সামাজিক দূরত্ব মেনে চলতে, অসুস্থ হলে ঘরে থাকতে এবং প্রয়োজন অনুসারে মাস্ক পরতে এবং বারবার হাত ধুয়ার আহ্বান জানায় সংস্থাটি। সিএনএন।