ভ্যান্টিলেটর খোলে এসি ছাড়তেই মারা গেলেন করোনা রোগী!
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৫১,অপরাহ্ন ১৯ জুন ২০২০ | সংবাদটি ৫৩৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গরমে একটু আরাম পেতে করোনা রোগীর ভ্যান্টিলেটরের সংযোগ খুলে লাগানো হয়েছিলো এসির সংযোগ। এমন ঘটনায় গুরুতর অবস্থায় থাকা ওই করোনা রোগীর মৃত্যু হয়।
সোমবার (১৫ জুন) রাতে এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।
জানা গেছে, ভারতের রাজস্থানে এমবিএস হাসপাতালের আইসিইউতে ছিলেন ওই রোগী।
সোমবার রাতে ওই রোগীকে তার কিছু আত্মীয় দেখতে আসেন। হাসপাতালে কিছুক্ষণ থাকার পর ওই আত্মীয়দের গরম লাগা শুরু করে। গরমে অসহ্য হয়ে পরে তারা ভ্যান্টিলেটরের সংযোগ খুলে এসির সংযোগ দেন। পরে ওই ভ্যান্টিলেটরের ব্যাটারি শেষ হয়ে গেলে ওই রোগীর অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে। এক পর্যায়ে ওই রোগী মারা যান। এই ঘটনার পর ওই রোগীর স্বজনরা উল্টো হাসপাতাল কর্তৃপক্ষকে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে।
ভ্যান্টিলেটর করোনার চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। এর মাধ্যমে গুরুতর অবস্থায় থাকা করোনা রোগীরা কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস নিতে পারেন।