জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের জয়, কানাডার হার!
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৩৯,অপরাহ্ন ১৮ জুন ২০২০ | সংবাদটি ৪৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী পদের ভোটে নির্বাচিত হয়েছে ভারত। নিরাপত্তা পরিষদে ১৯২টি ভোটের মধ্যে ভারত পেয়েছে ১৮৪টি ভোট। ভারত ছাড়াও নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে জয়ী হয়েছে মেক্সিকো, আয়ারল্যান্ড, নরওয়ে। আর এতে হেরেছে কানাডা।
এর আগে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে ভারত মতৈক্যের ভিত্তিতে প্রার্থী হয়েছিল। চীন ও পাকিস্তান সহ ৫৫টি দেশ ভারতের প্রার্থীপদ সমর্থন করে। নিয়মানুযায়ী ভোটাভুটির সময় মোট ভোটের দুই তৃতীয়াংশ পেতে হয়। ফলে অন্তত ১২৮টি ভোট পেতে হতো, ভারত অবশ্য তার থেকে অনেক বেশি ভোট পেয়েছে।
এ বিষয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়েছে. ২০২১-২২ এর জন্য ভারত সদস্য দেশগুলোর বিপুল সমর্থন পেয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হলো। বিশ্লেষকরা বলছেন, চীনের সঙ্গে সীমান্ত বিরোধের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে ভারতের এই বিপুল জয় খুবই তাৎপর্যপূর্ণ। এর ফলে ভারতের মনোবল বাড়বে।
প্রতি বছর ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ সভা নিরাপত্তা পরিষদের জন্য ১৫টি সদস্য দেশকে নির্বাচিত করে। নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য হল চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। বাকি ১০টি অস্থায়ী সদস্য বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।