ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকালে আঞ্জুমানে তা’লীমুল কুরআনের শোক
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:০০,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ৪৯১ বার পঠিত
প্রেস বিজ্ঞপ্তি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী।
এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম শেখ আব্দুল্লাহ একজন স্পষ্টবাদী মন্ত্রী ছিলেন। তিনি নিষ্ঠার সাথে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে ইসলামের খেদমত করে গেছেন। তিনি ছিলেন কওমি মাদ্রাসায় পড়ুয়া একজন কুরআনে হাফেজ। কওমি মাদ্রাসা নিয়ে ছিলো তাঁর অনেক স্বপ্ন। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে রাব্বুল আলামিনের দরবারে তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দুয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।