লালাখালে চোরাবালিতে দুই মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:০৯:৪৫,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১৪১০ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটন স্পট লালাখালে গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে দুই মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুই শিক্ষার্থী হচ্ছেন- মো. সাঈদ (২৫) ও ইসহাক ইব্রাহিম (২৫)। এরা কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মাহমুদ জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে সিলেটে বেড়াতে এসেছিলেন সাঈদ ও ইসহাক। মঙ্গলবার বিকেলে তারা লালাখালে ঘুরতে যান। সেখানে গোসল করতে নেমে দুইজন চোরাবালিতে আটকা পড়েন।
তাদের সঙ্গে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয় জনতা দুইজনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লাশ দুইটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।