সমকালের প্রতিনিধি শিমুল হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১:২৯:২৩,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১২৪০ বার পঠিত
দৈনিক সমকালের শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয় সম্মুখে স্থানীয় সাংবাদিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন সাংবাদিক শিমুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্র ও নির্যাতিত মানুষের পক্ষে সংবাদপত্র কথা বলে। সরকার যদি সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলে সাংবাদিক নেতারা আশঙ্কা ব্যক্ত করেন। নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের শিশুদের দায়িত্ব নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সমাবেশ থেকে আহবান জানানো হয়।
সমকালের গোলাপগঞ্জ প্রতিনিধি রতন মনী চন্দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাপ্তাহিক সিলেটের তথ্য সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্র নাথ, দৈনিক উত্তরপূর্ব গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনাম, দৈনিক দেশপ্রান্ত ও সাপ্তাহিক হলি সিলেট গোলাপগঞ্জ প্রতিনিধি জালাল আহমেদ চৌধুরী, দৈনিক আমাদের সময় গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক কাজিরবাজার গোলাপগঞ্জ সেলিম হাসান কাওছার, সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজার ডাক’র নির্বাহী সম্পাদক আব্দুল আহাদ, দৈনিক যুগভেরী গোলাপগঞ্জ প্রতিনিধি অনুপম চন্দ্র নাথ, আমাদের প্রতিদিন গোলাপগঞ্জ প্রতিনিধি আনোয়ার হুমায়ুন, দৈনিক মানচিত্র গোলাপগঞ্জ প্রতিনিধি মাহমুবুল হাসান বাচ্চু, সাপ্তাহিক সিলেটের তথ্য গোলাপগঞ্জ প্রতিনিধি রেজওয়ান আহমদ, আফতাব উদ্দিন, সুহেল আহমদ, কয়েছ আহমদ প্রমূখ।
বার্তাপ্রেরক : অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ