গোলাপগঞ্জ লিটল স্টার স্কুলের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:১৭,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৮৫৭ বার পঠিত
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (প্রতিবন্ধী) জন্য গোলাপগঞ্জ উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ‘লিটল স্টার স্কুল’ ও শিক্ষার্থীদের উন্নয়নে এক বিশেষ সভা গত রোববার দুপুরে বিদ্যালয় মিলণায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজ বা পরিবারের জন্য অমঙ্গল নয়। তারাও সাধারণ শিশুদের মতো পরিবার ও সমাজে চলাফেরা ও শিক্ষা গ্রহণ করতে চায়। সমাজের সাধারণ শিশুদের মতো তাদেরকেও সমান চোখে দেখতে হবে। ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলতে পারলে সমাজের অন্যান্য শিশুদের মতো তারাও পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্রের জন্য সুনাম বয়ে আনতে পারে। এরকম শিশুদের শিক্ষার উন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসা প্রয়োজন। সমাজে অনেক মানুষ আছেন তারা প্রতিবছর বিভিন্ন সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করছেন। তাদেরকে আমি বলি এই স্কুলটির প্রতিও এগিয়ে আসুন। তিনি বলেন উপজেলা প্রশাসনের প্রধান হিসেবে বিদ্যালয়ের উন্নয়নে আমার পক্ষ থেকে যতুটুক করার ইনশাআল্লাহ আমি তা করে যাবো। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব একটি ইউনিফর্ম প্রয়োজন। শীঘ্রই আমি আমার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের তা প্রদান করবো। তিনি উপস্থিত অতিথি ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে বিদ্যালয়টির উন্নয়নে এগিয়ে আসতে হবে। সমাজে যারা বিত্তবান লোক আছেন এমনকি প্রবাসে যারা আছেন তাদেরকে বিদ্যালয়টি সম্পর্কে অবগতি করলে তারাও উন্নয়নে এগিয়ে আসবে বলে আমি মনে করি। তাই এভাবে সকলে মিলে এগিয়ে আসলে বিদ্যালয়টি বন্ধ হবে না। আর এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও শিক্ষাগ্রহণ থেকে ঝড়ে পড়বে না।
বিদ্যালয়ের অধ্যক্ষ উপজেলা পরিসংখ্যান অফিসার মুহাম্মদ আজিজুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সমাজসেবী খলকুর রহমান, প্রাক্তন পুলিশ কর্মকর্তা লুৎফুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র স্টাফ রিপোর্টার ইমরান আহমদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন লায়লা বেগম ও ডা. আব্দুল জলিল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জামাল মিয়া, বিদ্যালয়ের সহকালী অধ্যক্ষ সুপর্ণা দেব, সহকারী শিক্ষক মো. শামীম আহমদ, অভিভাবক রোকিয়া বেগম, সাইফুল ইসলাম, মুন্নি বেগম, রিপা বেগম, অমিতা রানী, রোকশানা বেগম, জয়গুন বেগম প্রমূখ।