হত্যার ৩ ঘন্টার মধ্যে এসপির নির্দেশে ২ ঘাতক আটক!
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:২৮,অপরাহ্ন ২২ মে ২০২০ | সংবাদটি ৮৩৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ফেঞ্চুগঞ্জে জন্মগত বাক প্রতিবন্ধি আব্দুল আজিজ ওরফে নাজিম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যারীদের পুলিশ সুপারের নির্দেশে ৩ ঘন্টার মধ্যেই গ্রেফতারে সক্ষম হলো পুলিশ।
এ হত্যা ঘটনার তিন ঘন্টার মধ্যে মূল হোতাদের গ্রেফতার করায় নিহতের পরিবার ও সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) সকালে ফেঞ্চুগঞ্জ কটালপুর বাজারে বাক-প্রতিবন্ধি আব্দুল আজিজ ওরফে নাজিমকে মারপিট করেন নেছার আলী (৫৫) ও সেবুল (৪৫) সহ কয়েকজন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় ঐ যুবক মারা যান।
যুবকটি মারা যাওয়ার পরপরই সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশ পেয়েই সাথে সাথে অভিযানে নামে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকেল ২ টায় প্রথমেই ফেঞ্চুগঞ্জ কটালপুর বাজার থেকে সেবুলকে গ্রেফতার করে। এরপর সন্ধ্যা ৬ টায় গোলাপগঞ্জ উপজেলার হাওরতলা এরাকায় অভিযান চালিয়ে নেছার আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত নেছার আলী ফেঞ্চুগঞ্জ কটালপুর কোনাপাড়া গ্রামের মনির আলীর পুত্র ও সেবুল একই গ্রামের মৃত তরমুজ আলীর পুত্র।
এদিকে, এই নির্মম হত্যাকান্ডের সাথে সাথে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য কঠোর নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশের সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী ও ফেঞ্চুগঞ্জ থানা অফিসার ইনচার্জ বদরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একাদিক টিম আসামীদের গ্রেফতারে অভিযানে নামে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, ফেঞ্চুগঞ্জের কটালপুরে এক বাক-প্রতিবন্ধি যুবককে এলোপাতারি পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ সুপারের কঠোর নির্দেশ পেয়ে খুনের সাথে জড়িত মূল দুই আসামীদের গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, মামলার অভিযোগ দেয়া হয়েছে। এ হত্যার সাথে জড়িত অজ্ঞাতদেরও আটকে অভিযান অব্যাহত রয়েছে।