আলেমদের ঈদ উপহার দিলো গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে
প্রকাশিত হয়েছে : ৯:০০:৪১,অপরাহ্ন ২১ মে ২০২০ | সংবাদটি ৭৬৮ বার পঠিত

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩টায় গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার প্রায় দেড় দুই শতাধিক ওলামাদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠান পূর্বে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ বলেন, বর্তমান এ মহামারির সময় বিশ্বের প্রায় সকল মানুষই ঘরবন্দি। আমাদের দেশের মতো অনেক প্রবাসী বাংলাদেশিও সেখানে চাকরি করতে পারছেন না, ব্যবসা বাণিজ্যে যেতে পারছেন না। এরপরও তারা দেশের মানুষের কথা ভুলে যাননি।
দেশে ঘরবন্দি মানুষের সাহায্যে তারা সবসময় সহযোগিতা করে যাচ্ছেন।
কিন্তু অনেক অস্বচ্ছল আলেম সমাজ রয়েছেন, তারা কাউকে মুখ খোলে বলতেও পারছেন না। এসব আলেমদের কথা চিন্তা করে এই আমাদের গোলাপগঞ্জেরই কিছু প্রবাসী আলেম এসব অস্বচ্ছল ওলামাদের সাহায্যে এগিয়ে এসেছেন দেখে সত্যিই আজ আমার মনটি ভরে গেছে। এরা প্রায় সকলেই কওমি মাদরাসায় পড়েছেন। আমি সকলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। আপনারাও তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য দোয়া করবেন।
অালোচনা শেষে প্রবাসী আলেম-ওলামাসহ দেশ বিদেশের সকলের জন্য মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা হিলাল আহমদ।
সংস্থার বাংলাদেশ সমন্বয়ক মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও হাফিজ আব্দুস সালাম এবং মাওলানা ফয়জুর রহমান ফয়েজের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনানকরেন , ঘোষগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুল কুদ্দুস, মাওলানা আশিক উদ্দীন দাড়িপাতনী, মাস্টার নুরুল হক প্রমুখ।
উল্লেখ্য, সংস্থার পক্ষ থেকে এরপূর্বে গত ২৪ এপ্রিল গোলাপগঞ্জ উপজেলার ওলামাদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।