আগামী সোমবার শিমুল হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:০৩,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৮৩১ বার পঠিত
দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১.৩০ ঘটিকার সময় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে ব্রিটেনের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় ব্রিটেনের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
উক্ত প্রতিবাদ সভা সম্পর্কে যে কোন তথ্য জানতে ফোন করুন আহাদ চৌধুরী বাবু, (07506 295233) হেফাজুল করিম রাকিব (07890693866), তারেক চৌধুরী ইমরান (07832 685872)।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুরুতর আহত হন। বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃত্যু হয়।