গোলাপগঞ্জে অসহায়দের ঈদসামগ্রী দিলো বারকোট সমাজকল্যাণ যুব সংস্থা
প্রকাশিত হয়েছে : ২:১৮:৩৯,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৪২৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে উপর বারকোট সমাজকল্যাণ যুব সংস্থা।
সংস্থার উদ্যোগে ও এলাকার প্রবাসীদের সহযোগিতায় তৃতীয়বারের মতো ঢাকাদক্ষিণ ইউনিয়নের প্রায় আড়াই শতাধিক পরিকারকে এ ত্রাণ বিতরণ করা হয়।
বুধবার (২০ মে) দুপুরে বারকোট মাদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠে দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, সারা বিশ্ব আজ করোনা আতঙ্কে আতঙ্কিত। বিশ্বের বহুদেশের মানুষ দু’আড়াই মাস থেতে ঘরবন্দি। বেশিরভাগ দেশে চলছে সংকট-দুর্ভোগ। এ সংকটময় মুহুর্তে আমাদের দেশের অসহায়দের পাশে সরকারের পাশাপাশি সমাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে বিদেশে থেকেও আমাদের প্রবাসীরা দেশের মানুষের সাহায্যে সবসময় এগিয়ে এসেছেন, এখনও আসছেন। এজন্য প্রবাসীদের এ অনুদানের কথা যেন কখনও ভুলে না যাই। তাদের জন্য সবসময় দোয়া করি।
বর্তমান পরিস্থিতিতে তৃতীয়বারের মত এলাকার অসহায়দের পাশে দাড়ানোয় সংস্থার সকল সদস্য, কলাকৌসুলীসহ এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
সংস্থার সভাপতি তৌফিক জামানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার প্রবীণ মুরব্বি আইয়াডিপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন লাল মিয়া, সরকারী কর্মকর্তা জামাল মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন কর্মকর্তা আব্দুল মতিন, সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা আবুল কালাম আজাদ, আসকর হোসাইন প্রমুখ।
সংস্থার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, সালেখ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুর আহমদ খান, অর্থ সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক রুম্মানুল আমীন, সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী জনি, প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ মুন, সহ প্রচার সম্পাদক সোহেল আহমদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক রাসেল আমীন, সহ সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ শহিদুল হক দিলু, কার্যকরী সদস্য সাফওয়ান আহমদ খান, নিহাল আহমদ, মাছুম আহমদ, সদস্য হাফিজ আসরার আহমদ প্রমুখ।