নিউইয়র্কে আরও ১৩ দিন বাড়লো লকডাউন!
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৫৮,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ৪০২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক দিয়ে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ হাজার ৮৩৫ জন। আর আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৩১২ জন।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রর নিউইয়র্কের লকডাউনের মেয়াদ ১৩ দিন বাড়িয়ে ২৮ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বৃহস্পতিবার (১৪ মে) এ ঘোষণা দেন।
শুক্রবার (১৫ মে) ছিল পূর্বঘোষিত জরুরি অবস্থা তথা লকডাউনের শেষ দিন। এই স্টেটের নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার, বাফেলো বাদে ৫টি অঞ্চলের ঘরে থাকার নির্দেশ কিছুটা শিথিল করা হলো।
মহামারি করোনায় এখন পর্যন্ত সারা বিশ্বে মারা গেছে ৩ লাখ ৬ হাজারের বেশি মানুষ। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৪৩ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।