মৌলভীবাজারে মণিপুরী মুসলিম পরিবারের মাঝে ডিসির ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২:১৫:১৫,অপরাহ্ন ১১ মে ২০২০ | সংবাদটি ৮০৯ বার পঠিত
এস এ চৌধুরী জয়, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর পাঠানো ত্রাণ পেলেন শতাধিক মণিপুরী মুসলিম পরিবার।
সোমবার (১১ মে) জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে কর্মহীন ১২০ মণিপুরী মুসলিম পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক তোলে দেন।
দুপুর ১২টায় দিকে কান্দিগাঁওস্থ জি কে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামািজক দুরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণকালে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) বিলকিছ বেগম, অধ্যক্ষ নুরুল ইসলাম, আদমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, হকতিয়ার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুল হক ও সমাজ সেবক শাব্বির এলাহী প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এ প্রতিনিধিকে মোবাইল ফোনে বলেন, মৌলভীবাজার জেলায় বিভিন্ন শ্রেণীর লোকের বসবাস। আমরা চেস্টা করছি সকল শ্রেণীর লোকের হাতে- বিভিন্ন জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে যারা বেকার হয়ে পড়েছে তাদের হাতে এই ত্রাণগুলি পৌছে দেয়ার লক্ষ্যে। কমলগঞ্জের আদমপুরের মুসলিম মণিপুরী লোকেরা তাদের প্রধানত তাঁত পণ্যগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে। যেহেতু এখন পর্যটক আসতেছেনা সেহেতু তারা অনেকটাই কর্মহীন এবং বেকার হয়ে পড়ছে। এজন্য আমরা চেস্টা করছি তাদের হাতেও ত্রাণ পৌছে দিতে।