করোনা যুদ্ধে জয়ী আরও ৭২ পুলিশ সদস্য!
প্রকাশিত হয়েছে : ৮:১২:০৬,অপরাহ্ন ১০ মে ২০২০ | সংবাদটি ৪৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন আরও ৭২ পুলিশ সদস্য। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তারা তারা বিভিন্ন সময়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।
রবিবার (১০ মে) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে তারা ছাড়পত্র পেয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।
সোহেল রানা জানান, সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ৭২ পুলিশ সদস্যদের পরপর দু’বার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পুলিশের ৭জন সদস্য প্রাণ দিয়েছেন।
দেশে রবিবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন। মৃত্যুর সংখ্যা ২২৮ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬৫০ জন।