রাতের আঁধারে ত্রাণ নিয়ে ঘরবন্দি মানুষের বাড়ি বাড়ি ৬ বন্ধু
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৪৭,অপরাহ্ন ০৯ মে ২০২০ | সংবাদটি ৭৭২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মিটু কান্তি দেব, পুলক চন্দ, হিল্লোল শর্মা (রনি), আহবাব হোসেন, জনি চন্দ ও দীপক দেব নাথ- ওরা ৬ বন্ধু। করোনাবাইরাস প্রতিরোধে যখন মানুষজন ঘরবন্দি। ঠিক তখনই ওরা ৬ বন্ধু মিলে রাতের আধাঁরে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিলেন ত্রাণসামগ্রী।
প্রথমদিকে নিজেদের সামর্থ অনুযায়ী ঘরবন্দি স্বল্প পরিসরে কয়েকটি পরিবারকে ত্রাণ দিয়ে সহযোগিতা শুরু করেন। পরবর্তীতে প্রবাসী, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে আরও বড় পরিসরে খুঁজে খুঁজে তারা এ কার্যক্রম চালিয়ে যান। ৩ ধাপে তারা এ পর্যন্ত অসহায় ১৫৫ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। আগামীতে তারা তারা অসহায় আরও ১৩৫ টি পরিবারের মাঝে ত্রাণ দেয়ার পরিকল্পনা নিয়েছেন।
এজন্য প্রবাসীসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তারা ৬ বন্ধু।