দীর্ঘ হচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী সদস্যদের আক্রান্তের সংখ্যা!
প্রকাশিত হয়েছে : ১০:৩১:৩৭,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৯৮ বার পঠিত
নারায়ণগঞ্জ থেকে সংবাদদাতা:: করোনাভাইরাস মংক্রামক প্রতিরোধে সারা দেশে চলছে লকডাউন। দেশের মানুষকে সুরক্ষা রাখতে নিজেকে মৃত্যুরকূলে টেলে দিয়ে দিনরাত মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলাবাহিনী। মঠে থাকা এসব আইনশৃঙ্খলাবাহিনীর অনেকেই এখন করোনাভাইরাসে আক্রান্ত।
ইতোমধ্যে পুলিশের এক সদস্য আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবার র্যাবের উর্ধ্বতন ৪ কর্মকর্তাসহ একসাথে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। তাও আবার করোনা ‘হটস্পট’ খ্যাত নারায়ণগঞ্জে। তাদের প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। এরআগেও একই ব্যাটালিয়ানের ৩ সদস্যের করোনা ধরা পড়ে।
বুধবার (২৯ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ ব্যাটালিয়ানের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন।
তিনি জানান, সম্প্রতি এই ব্যাটালিয়নের মোট ২২১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে ৯০ জনের রিপোর্ট এসেছে। যাদের মধ্যে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অন্যদের রিপোর্ট এখনও আসেনি।
তবে আক্রান্তদের মধ্যে কোনো ধরনের উপসর্গ ছিল না। সবাই সুস্থ রয়েছেন। তাদের নমুনা রিপোর্ট পজিটিভ আসায় আইসোলেশনে রেখে চিকিৎসকদের নির্দেশনা মতে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
এর আগে, গত সপ্তাহে র্যাব-১১ ব্যাটালিয়ানের তিনজন সদস্যের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এবং আক্রান্ত বলে শনাক্ত হয়। এরপর থেকেই পর্যায়ক্রমে অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা আক্রান্ত হন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হওয়ার আগে থেকেই র্যাব কর্মকর্তা ও সদস্যরা সামাজিক দূরত্ব নিশ্চিত করার দায়িত্ব পালনের পাশাপাশি রাতে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থ মানুষদের খাবার পৌঁছে দিয়ার কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত অনেক পরিবারের মানুষদের সংস্পর্শে যেতে হয়েছে। যার কারণে র্যাব সদস্য ও কর্মকর্তাদের শরীরে এই ভাইরাস ছড়ায়। তবে করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত সামাজিক সেবামূলক তাদের সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আলেপ উদ্দিন।