শীঘ্রই উন্মুক্ত হচ্ছে মসজিদুল হারাম ও মসজিদে নববী
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:২১,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী শীঘ্রই সকল মুসলমানের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শেখ আবদুল রহমান আল-সুদাইস।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে স্থাপিত মানবদেহে মহামারী করোনা সংক্রমণ শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরা পরিদর্শন শেষে বিশ্ব মুসলমানদের এ সুসংবাদ দেন তিনি।
স্থাপিত উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরার মাধ্যমে একসাথে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষনিক শনাক্ত করা যাবে।
যদি কোন ব্যক্তির অসুস্থ হওয়ার আশংকা থাকে তবে এই ডিভাইসে তা প্রদর্শিত হবে বলেও জানান তিনি।
এটি পরিদর্শনের সময় তিনি দ্রুত মসজিদটি সকল মুসলিমের ইবাদতের জন্য খুলে দেওয়া হবে বলে জানান।