আগামী ৩ ফেব্রুয়ারি হাফিজ শাহ মোস্তাফিদ আহমেদকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা করা হবে
প্রকাশিত হয়েছে : ৪:১৯:৪১,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৭৪৭ বার পঠিত
ব্রিটেনে বাংলাদেশী বংশোদ্ভূত শাহ মোস্তাফিদ আহমেদ (১৪) পবিত্র কোরআন শরীফের ৩০ পাড়া কন্ঠস্থ করতে সক্ষম হয়েছেন। ৪ বছর আগে যখন তার বয়স ছিল ১০ তখন তিনি কোরআনের হিফজ সম্পন্ন করেছেন।
পবিত্র কোরআন শরীফ হিফজের সবক সমাপনী উপলক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ইষ্ট লন্ডনস্থ লন্ডন মুসলিম সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে হাফিজ শাহ মোস্তাফিদ আহমেদের মাথায় অনুষ্ঠানিক ভাবে সম্মাননা পাগড়ী পড়িয়ে দেয়া হবে।
উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
হাফিজ শাহ মোস্তাফিদ আহমেদের দেশের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামে। তার পিতা মাসুদ আহমদ জুয়েল একজন সমাজসেবী হিসাবে সকলের কাছে পরিচিত।
হাফিজ শাহ মোস্তাফিদ আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আমাদের গোলাপগঞ্জ কতৃৃপক্ষ।