ছুটির সাথে গণপরিবহণও ৫ মে পর্যন্ত বন্ধ!
প্রকাশিত হয়েছে : ৭:০৮:০৯,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৮২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা এবং এর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটির মেয়াদ বাড়ায় দেশব্যাপী চলমান গণপরিবহনও ৫ মে পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে জরুরি সেবা, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধ শিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এ সময় পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শুক্রবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনায় নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫০৩ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে।