লন্ডনবাংলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০:০৪:১৬,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১০১৮ বার পঠিত
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনবাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন রবিবার (২৯ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। এতে ২০১৭-২০১৮ সালের জন্যে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোরের লন্ডন প্রতিনিধি ও সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সেক্রেটারি চ্যানেল এসটিভির চিফ রিপোর্টার মোহাম্মদ জোবায়ের ও কোষাধ্যক্ষ সাংবাদিক ইকরা বাংলাটিভির ম্যানেজার আবু সালেহ মোহাম্মদ মাসুম।
এছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবদিক মাহবুব রহমান, অ্যাসিসটেন্ট সেক্রেটারি মুসলিম উইকলি সম্পাদক মোহাম্মদ সোবহান, কমিনিকেশন সেক্রেটারি বাংলাটিভির চিফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ট্রেনিং অ্যান্ড রিসার্স সেক্রেটারি চ্যানেল এস টিভির রিপোর্টার ইব্রাহিম খলিল, ইনফরমেশন সেক্রেটারি বাংলাপোস্টের নিউজ এডিটর সালেহ আহমদ, ইভেন্ট অ্যান্ড ফ্যাসেলিটিস সেক্রেটারি তওহিদ আহমদ।
এছাড়া ৬ জন সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন- মোহাম্মদ ইমরাম আহমদ (সাপ্তাহিক জনম, রুপি আমিন (বাংলাটিভি), আমিরুল চৌধুরী (সাপ্তাহিক জনমত), হাবিবুর রহমান (চ্যানেল এসটিভি), পলি সুলতানা (পলি রহমান; নতুনদিন অনলাইন) এবং মোহাম্মদ রহমত আলী (মাসিক দর্পণ)।
উল্লেখ্য, ১৫টি পদের বিপরিতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর থেকে নাহাস-মিলটন-মাসুম প্যানেলে প্রেসিডেন্ট-টেজারার ভাইস প্রেসিডেন্টসহ ১১টি পদে জয়লাভ করে। অন্যদিকে, এমাদ-জোবায়ের-তাইছির-মাহমুদ প্যানেল সেক্রেটারি, ট্রেনিং অ্যান্ড রিসার্স সেক্রেটারিসহ দুটি সদস্য পদে বিজয়ী হন।
প্রসঙ্গত, মোট ৩২২ জন ভোটারের মধ্যে ৩১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই নির্বাচনকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল, ইস্ট লন্ডনের ইমপ্রেশেন ভেন্যুতে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ হাসান এমবিই, বজলুর রশিদ এমবিই ও মোহাম্মদ হাবিবুর রহমান।
এই নির্বাচন প্রত্যক্ষ করতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ সেন্টারটি পরিণত হয় বাঙালিদের মিলনমেলায়। পাশাপাশি প্রেসক্লাবের সদস্যদের লিখিত বইয়ের প্রদর্শনীটি ছিল চোখে পড়ার মতো।