ভিক্ষুকের কাছ থেকে ‘ঘুষ’ নেয়া ইউপি সদস্য গ্রেফতার!
প্রকাশিত হয়েছে : ৯:১১:৫০,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৮৬ বার পঠিত
ভৈরব থেকে সংবাদদাতা:: সরকারের দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের সুবিধা ভোগী এক ভিক্ষুকের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে ভৈরবে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ঘর নির্মাণ করে দেয়ার বিনিময়ে অবৈধ অর্থ দাবি করেন গজারিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মোস্তাফা বেগম। বাধ্য হয়ে গরুর বাছুর বিক্রি করে ১৭ হাজার টাকা ঘুষ দেন ভিক্ষুক। বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ইউনিয়ন পরিষদের সচিব মুসিউজ্জামান।
কিশোরগঞ্জ ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন বলেন, ঘর নির্মাণের কথা বলে এক ভিক্ষুকের কাছ থেকে টাকার নেয়ার অপরাধে ইউনিয়ন পরিষদের এক নারী মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।’
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।