নবীগঞ্জের ব্যবসায়ী টিসিবি’র পণ্যসহ জগন্নাথপুরে আটক!
প্রকাশিত হয়েছে : ৭:২২:৫৬,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ২৫৯ বার পঠিত
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবি’র ৭৬বস্তা চিনি ও ১৯৬ বোতল সয়াবিন তেলসহ মোঃ আনান হোসেন নামে একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
আটক মোঃ আনান হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর এলাকার একটি গোদাম থেকে পণ্যগুলো জব্দ করা হয়।
জানাযায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ব্যবসায়ী নোমান হোসেন টিসিবি’র বিপুল পরিমাণ পণ্য সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীপুরে একটি গোদামে মজুদ করেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে ব্যবসায়ী নোমান হোসেন পালিয়ে যান। তবে তার ভাই আনান হোসেনকে সেখান থেকে আটক করা হয়।
এসময় গোদামে তল্লাশি চালিয়ে টিসিবি’র ৭৬বস্তা চিনি,৫লিটারের ১৯৬বোতল সয়াবিন তেল জব্দ করা হয়। পলাতক ব্যবসায়ী এবং আটককৃতের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে জানাযায়। জগন্নাথপুর উপজেলার সহকারী
কমিশনার (ভূমি) ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত জানান,অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ এর ২৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।
উক্ত অভিযানে নবীগঞ্জ উপজেলার প্রান্তে নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল ও নবীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান।