আনসারীর জানাযায় লোক সমাগম হওয়ায় ওসি প্রত্যাহার!
প্রকাশিত হয়েছে : ৭:১৫:২৩,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ২৪০৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন হাফিজ মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাযায় লোক সমগমে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও এতো লোক সমাগম ঠেকাতে কেন ব্যবস্থা নিলেন না এ জন্য তাকে প্রত্যাহার করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ সদরদপ্তর এক আদেশে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারীর প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় জানাযা অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রান্তর ছাড়িয়ে জানাযার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে। দেশ এবং জেলার শীর্ষ আলেম ছাড়াও মাদরাসা ছাত্র এবং সাধারণ মানুষ লকডাউন উপেক্ষা করে জানাযায় অংশনেন।
এরআগে, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ছয়টায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই আলেম। তার বয়স হয়েছিল ৫৯ বছর।