মৌলভীবাজারে কড়াকড়িতেও থেমে নেই কেনাকাটা!
প্রকাশিত হয়েছে : ৫:১০:৪৮,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩০৭ বার পঠিত
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজা থেকে:: লকডাউন চলাকালে সামাজিক দুরত্ব মানাতে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এখনও স্থানীয় লোকজন কোন আইন না মেনে জড়ো হয়ে কেনা-কাটা করছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে জেলা শহরের প্রতিটি প্রবেশপথে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যদেরকে যানবাহন প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করতে দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী প্রচারণা চালাচ্ছে।
এছাড়া বাড়ি বাড়ি গিয়ে সেনাবাহিনী অসহায় মানুষের মাঝে ত্রাণও বিতরণ করছে।
অপরদিকে বিভিন্ন উপজেলার প্রতিটি বাজারে আইন না মেনে চলছে বেচাকেনা। সেদিকে একেবারে নজর নেই আইন শৃঙ্খলা বাহিনীর। এতে তৃণমূল পর্যায়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে বলে ধারণা অনেকের।
সিভিল সার্জন সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় হোম কোয়রেন্টাইনের আওতায় আনা ১ হাজার ৩ শত ৮১ জনকে। এরমধ্যে ৬ শত ৮৫ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। ২৫০ শয্যা হাসপাতালে ২ জন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে রয়েছেন। করোনা রিপোর্ট সংগ্রহের জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ১৮৭ জনের। রিপোর্ট এসেছে ১৫ জনের। শুধু মৃত এক ব্যাক্তি ছাড়া সবগুলো নিগেটিভ আসে।