চট্টগ্রামে পুলিশসহ ৬ জন করোনা আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:৩০,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬১৩ বার পঠিত
চট্টগ্রাম থেকে সংবাদদাতা:: চট্টগ্রামে দুই পুলিশ সদস্যসহ ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে নোয়াখালীর একজন ও বাকি ৫ জন চট্টগ্রাম জেলার।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য জানান।
তিনি বলেন, বিআইটিআইডি ল্যাবে ১০৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় ৫ জন ও একজন নোয়াখালীর বাসিন্দার শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।
তিনি আরও জানান, করোনা শনাক্ত হওয়া চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসের দুই পুলিশ সদস্যের বয়স ২৫ ও ২৬। এছাড়া, আনোয়ারার ৪০ বছর বয়সী এক ব্যক্তি, পটিয়ার ৪৫ বছর বয়সী নারী, নগরীর নিমতলার ৩০ বছর বয়সী এক নারীর করোনা পজিটিভ এসেছে। তবে পটিয়ার করোনা শনাক্ত হওয়া নারী আগেই মারা গেছেন।
চট্টগ্রামে এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩২জন। এছাড়া জেলার বাইরে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মোট ৪ জনসহ চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে মোট ৩৬ জন।
অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগী মারা গেছেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, বুধবার সকালে আইসোলেশন ওয়ার্ডে মুন্নি বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকালেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলেই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
ডা. অসীম কুমার নাথ জানান, তিন দিন আগে মুন্নি বেগম শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে এই নারীর শ্বাসকষ্ট ডায়াবেটিস ও জন্ডিস ছিল বলে জানা গেছে। পেশায় গার্মেন্টস কর্মী মুন্নি নগরীর বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় থাকেন। তার নিজ বাড়ি ঢাকায়। তার স্বামী রিকশা চালক।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস পজিটিভ হওয়া মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।