ভারতে আক্রান্ত ৮৩৫৬, মারা গেছেন ২৭৩ জন!
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:২৩,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ১৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০৯ জন এবং মারা গেছেন ৩৪ জন।
রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৫৬ ও মারা গেছেন ২৭৩ জন। এ জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
তথ্য অনুসারে, এই ৮৩৫৬-এর মধ্যে ৭৩৬৭ সক্রিয় করোনা কেস, ৭১৬ জন সম্পূর্ণ সুস্থ এবং ২৭৩ জন মারা গিয়েছেন।
দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। যেখানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭৬১-এ, মৃত ১২৭। এরপরই ১০৬৯ টি পজিটিভ কেস ও ১৯ টি মৃত্যু নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, ৯৬৯ পজিটিভ কেস ও ১০ টি মৃত্যু নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, রাজস্থানে ৭০০ পজিটিভ কেস ও ৩ টি মৃত্যু।
উত্তরপ্রদেশে ৪৫২ পজিটিভ কেস, ৪৫ জন সুস্থ ও ৫ জন মৃত। যে সমস্ত রাজ্যগুলি ২০০-র কোটা অতিক্রম করেছে সেগুলি হল – মধ্যপ্রদেশ (৫৩২), তেলেঙ্গানা (৫০৪), গুজরাত (৪৩২), অন্ধ্রপ্রদেশ (৩৮১) ও কেরল (৩৬৪)।
চণ্ডীগড়ে ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে, জম্মু-কাশ্মীরে ২০৭ টি করোনা পজিটিভ কেস ও লাদাখে ১৫ টি।
সবথেকে কম করোনা আক্রান্ত রয়েছে দেশের উত্তর-পূর্ব দিকে। যেখানে ত্রিপুরা ও মনিপুরে ২ জন করে এবং অরুণাচল প্রদেশ ও মিজোরামে একজন করে করোনা পজিটিভ ব্যক্তি রয়েছেন। আসামে ২৯ জন এই ভাইরাসে আক্রান্ত, যা ওই উত্তর-পূর্বাঞ্চলের সর্বাধিক।
এদিকে, ভারতে করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ভারতে এক লাখ আইসোলেশন বেড ও সাড়ে ১১ হাজার আইসিইউ বেড রয়েছে। এ ছাড়া ৫৮৬টি হাসপাতালকে করোনা মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে।