লকডাউন: ঘরে খাবার শেষ, সন্তানদের গঙ্গায় ফেলে দিলেন মা!
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৩০,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪২৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: লকডাউনের ফলে ঘরে খাবার শেষ হয়ে যাওয়ায় নিজের পাঁচ সন্তানকে গঙ্গা নদীতে ফেলে দিয়েছেন এক মা।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের ভডোহি জেলার জেঙ্গিরাবাদে। এ ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ভারতে করোনাভাইরাসের বিস্তার রোধে ২১ দিনের লকডাউন চলছে। টানা গৃহবন্দি থাকতে হচ্ছে তাদের। কাজ না থাকায় উপার্জন বন্ধ। তাই ঘরে মজুদ রাখা খাবার শেষ হয়ে যায় ওই পরিবারের। কোন কিছু বুঝে উঠতে না পেরে সন্তানদের নদীতে ফেলে দেন তিনি।
এদিকে সন্তানদের নদীতে ফেলার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। শিশুদের উদ্ধার করার জন্য গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিলাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা আগে ৫ শিশুকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা পরে অন্যান্য তদন্ত করব।’
পুলিশের হাতে আটক ওই মহিলা জানিয়েছেন, লকডাউনের কারণে তিনি এবং তার সন্তানরা খাবার পাচ্ছেন না এবং কাজ না থাকায় উপার্জন বন্ধ হয়ে গেছে। কারণ তিনি দিন মজুর।
সূত্র- ডেইলি হান্ট।