করোনা আতঙ্ক দেশে দেশে – স্পেন
প্রকাশিত হয়েছে : ২:৪৮:৩৭,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬৫০ বার পঠিত
আনোয়ার শাহজাহান, ১০ এপ্রিল ২০২০ ::
স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। স্পেনের আয়তন ৫,০৫,৯৯০ বর্গ কিলোমিটার (১,৯৫,৩৬০ বর্গ মাইল)। আয়তনের দিক থেকে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের ৪র্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ।
মাদ্রিদ স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী। ২০১৬ আদমশুমারি হিসেবে স্পেনের জন সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৩২১।
প্রথম রোগী সনাক্তঃ
৩১ জানুয়ারি শুক্রবার স্পেনে এই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে আটলান্টিক সাগরের তীরবর্তী কানারিয়া দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত লা গমেরা দ্বীপে। একজন জার্মান পর্যটকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোগীকে স্থানীয় হাসপাতাল নুয়েস্ত্রা সিনিয়োরা দে গুয়াদালুপেতে ভর্তি করা হয়েছে।
স্পেনে প্রথম মৃত্যুঃ
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে করোনভাইরাস সংক্রমণে মারা গিয়েছেন ১ জন স্পেনিস ব্যক্তি। করোনা প্রাদুর্ভাবের ফলে প্রথম মৃত্যু হয়েছে বলে স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন। সিএনএন।
আঞ্চলিক স্বাস্থ্য প্রধান আনা বার্সেলো এক সংবাদ সম্মেলনে জানান, ময়না তদন্তের মাধ্যমে দেখা গেছে যে ১৩ ফেব্রুয়ারি মারা যাওয়া এই ব্যক্তি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন।
করোনা আতঙ্ক দেশে দেশে – স্পেন
১০ এপ্রিল ২০২০
স্পেনে প্রথম বাংলাদেশির মৃত্যুঃ
স্পেনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়স্ক হোসাইন মোহাম্মদ আবুল নামের এক বাংলাদেশি মারা গেছেন। স্পেনে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে মৃত্যু বরণ করলেন।
হোসাইন মোহাম্মদ আবুল অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৪ টা ৩০ ঘটিকার সময় দেশটির রাজধানী মাদ্রিদে তার নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হোসাইন মোহাম্মদ আবুল পরিবার নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করতেন। তার দেশের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে।
সর্বশেষ আপডেটঃ
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসার ১০ এপ্রিল শুক্রবার পর্যন্ত স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ২২ এবং মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৮ শত ৪৩। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫৫ হাজার ৬ শত ৬৮ জন।
১০ এপ্রিল ৩৮০০ জন আক্রান্ত এবং ৩৯৬ জন মারা যান। এর আগের দিন বৃহস্পতিবার এ সংখ্যা ছিল, আক্রান্ত ৫০০২ জন এবং নিহত ৬৫৫ জন। তবে আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই স্পেনের অবস্থান এবং মৃত্যুর দিক থেকে ইতালি ও যুক্তরাষ্ট্রের পরেই তৃতীয় অবস্থানে স্পেন।
———————————
করোনা আতঙ্ক দেশে দেশে – স্পেন
আনোয়ার শাহজাহান
১০ এপ্রিল ২০২০।