মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি করোনা আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:৫৩,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪১৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মালয়েশিয়ায় অবস্থানকারী ১২ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম স্টার।
দেশটিতে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে ৪১৬ জনের দেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।
মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান।
আক্রান্ত বিদেশি নাগরিকদের মধ্যে আছে ইন্দোনেশিয়ার ৫১ জন, ভারতের ৩৭ জন, মিয়ানমারের ৩১ জন, পাকিস্তানের ২৯ জন, চীনের ২৫ জন, বাংলাদেশের ১২ জন জন, ফিলিপাইনের ২ জন এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসগুলোকে তাদের নাগরিকদের অবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান নূর হিশাম।
এদিকে মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২৮ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ৬৭। কুয়ালালামপুরের কাছে একটি মসজিদে তাবলীগ জামাতের ইজতেমা থেকে দেশটিতে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়ে।