ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবনতি, আইসিইউতে হস্তান্তর!
প্রকাশিত হয়েছে : ১:২৭:১৪,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৫৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
বারিসে অনুপস্থিতিতে ব্রিটিশ সরকারের দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১০দিন পর রবিবার (৫ এপ্রিল) তিনি হাসপাতালে ভর্তি হন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
এদিকে, ব্রিটিশ সরকারের দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ে। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। আর রবিবার হাসপাতালে গিয়ে ভর্তি হন।