গোলাপগঞ্জে অসহায়দের ঘরে ত্রাণ নিয়ে পুলিশ সুপার
প্রকাশিত হয়েছে : ৫:২০:৩৮,অপরাহ্ন ০৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬১৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: লকডাউনে গৃহবন্দি গোলাপগঞ্জের অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী নিয়ে গেলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার রানাপিং ইউনিয়নের খলাগ্রাম মৎস্য পল্লী এবং পৌরসভার বেদে পল্লীতে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ সাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি পুলিশ সুপার জনসচেতনতামূলক প্রচারনায় অংশ নেন।