সিলেটে রাস্তা-ঘাট ফাঁকা, কঠোর অবস্থানে সেনাবাহিনী
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:৪২,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭৭৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সামাজিক দূরত্ব নিশ্চিতে সারাদেশে প্রশাসনের সহযোগিতায় কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী।
লকডাউন ঘোষণার পর থেকে কিছু সংখ্যক মানুষ রাস্তা-ঘাটে দেখা গেলেও এখন এখন একেবারেই ফাঁকা রাস্তা-ঘাট।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকেই সিলেটের সবক’টি উপজেলায় সেনা টহল জোরদার করা হয়েছে।
টহল শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে ফাঁকা হতে থাকে শহরের রাস্তাঘাট। দুপুরের দিকে কিছু সংখ্যক রিকশা, মোটর সাইকেল চলাচল করলেও অন্য কোন যান চলতে দেখা যায়নি।
প্রতিদিন সকাল ৮ টা থেকে সিলেট নগরীসহ জেলার সকল উপজেলায় সেনাবাহিনীর ২০টি দল মাঠে কাজ করবে।
টহলকালে সেনাবাহিনী হ্যান্ড মাইক দিয়ে সিলেটবাসীকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি কোনো ধরণের গুজবে কান না দিয়ে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন।
এছাড়া আতঙ্কিত না হওয়ার এবং সচেতন ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দিচ্ছেন তারা। পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে মানুষকে উদ্ভুদ্ধ করছেন।
বৃহস্পতিবার সকালে সিলেটের ব্যবসার প্রাণকেন্দ্র কালিঘাট এলাকায় টহল ও জীবানুনাশক স্প্রে করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় নিত্যপণ্যের পাইকারী দোকান ছাড়া অন্য দোকান বন্ধ করতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।