গাজীপুরে এক ঘরে ৩ জনের মরদেহ!
প্রকাশিত হয়েছে : ৬:০৪:৫৯,অপরাহ্ন ৩১ মার্চ ২০২০ | সংবাদটি ৮৬৮ বার পঠিত
গাজীপুর থেকে সংবাদদাতা:: গাজীপুরে একই ঘরে ৩ জন মারা গেছেন। জেলার মহানগরীর কাশিমপুর থানার পানিশাইল এলাকার একটি ঘরে ৩ব্যক্তির মরদেহ রয়েছে বলে খবর পায় পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন।
মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।