মানবতাবিরোধী অপরাধে কারাবন্দি একজনের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৬:৫২:৩৫,অপরাহ্ন ৩০ মার্চ ২০২০ | সংবাদটি ৪৭৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার কারাবন্দি এক আসামি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
মৃত ব্যক্তির নাম সোলাইমান মৃধা (৯৭)। তিনি পটুয়াখালীর বাসিন্দা।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম তা নিশ্চিত করে তিনি জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে মৃধাকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।