গোলাপগঞ্জে পায়ে শিকল পড়া লাশ উদ্ধার!
প্রকাশিত হয়েছে : ৬:০৪:৫০,অপরাহ্ন ৩০ মার্চ ২০২০ | সংবাদটি ৬৮০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদী থেকে পায়ে শিকল পড়া ৪৫-৪৭ বছরের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত দু’দিন থেকে নদীতে ভাসমান লাশের খবর পেয়ে সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার রস্তমপুর এলাকার নদী পাড় থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশের পা শিকল দিয়ে বাঁধা এবং মুখে অল্প দাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত দু’দিন থেকে নদীতে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে গোলাপগঞ্জ থানায় খবর দিলে সকালে এসে পুলিশ লাশটি উদ্ধার করে।