বয়স্কদের কান ধরানো সেই এসিল্যান্ড প্রত্যাহার!
প্রকাশিত হয়েছে : ১০:২৪:১৮,অপরাহ্ন ২৮ মার্চ ২০২০ | সংবাদটি ৫৭৩ বার পঠিত
যশোর থেকে সংবাদদাতা:: মাস্ক না পরায় তিন বয়স্ক ব্যক্তিকে কান ধরানো যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি/এসিল্যান্ড) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আরিফ এ কথা জানান।
তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই কর্মকর্তাকে মনিরামপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন বলেন, সিনিয়র সিটিজেনের সঙ্গে অমানবিক, বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণ করায় তাকে প্রত্যাহার করতে ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ওই তিনজনের একজনের বাড়ি মনিরামপুর উপজেলার শ্যামপুরে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরীফী। তিনি তাকে খাদ্য সহায়তাও দেন।
জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) যশোরের বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড সাইয়েমা হাসান। এ সময় মাস্ক না পরায় তিনজন বয়স্ক ব্যক্তিকে কান ধরিয়ে দাঁড় করিয়ে নিজের মোবাইল ফোনে সেই ছবি ধারণ করেন তিনি। এই ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।
করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনও তৎপর রয়েছে।