গোলাপগঞ্জে টহল দিচ্ছে সেনাবাহিনী!
প্রকাশিত হয়েছে : ৩:১৭:০৫,অপরাহ্ন ২৫ মার্চ ২০২০ | সংবাদটি ১৪৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস ঠেকাতে মানুষকে ঘরমুখি করতে ইতোমধ্যে সারাদেশে প্রশাসনের সাথে সহযোগিতায় নেমেছে সেনাবাহিনী। সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টহল দিচ্ছে সেনাবাহিনী।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌরসদর সহ বিভিন্ন বাজারে প্রশাসনের সাথে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। এসময় সিলেট-জকিগঞ্জ, গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক অনেকটা ফাঁকা ছিলো।
বাজারের বেশিরভাগ দোকানপাঠ ছিলো বন্ধ। কিছু দোকান খোলা থাকলে তা বন্ধ করে দেয়া হয়। তবে ফার্মেসী, কাঁচাবাজার, মুদি দোকান, রেস্টুরেন্ট খোলা থাকলেও ক্রেতা ছিলেন না।
উল্লেখ্য, সেনাবাহিনীর টহলের আগে থেকেই গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে উপজেলার সর্বসাধারণকে সতর্ক থাকার আহবান জানিয়ে আসছিলেন।
এমনকি উপজেলার জনপ্রতিনিধিগণও তাদের নিজ নিজ এলাকায় করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছিলেন।