সৌদিআরবে ফ্রি আকামা পাচ্ছেন প্রবাসীরা!
প্রকাশিত হয়েছে : ১:২৩:১১,অপরাহ্ন ২৫ মার্চ ২০২০ | সংবাদটি ৭৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী হাজার হাজার লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবে তিন মাসের জন্য ফ্রি আকামা (রেসিডেন্সি পারমিট) পাচ্ছেন প্রবাসী শ্রমিকরা।
দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, প্রাণঘাতী ভাইরাসটির আতঙ্কে গোটা বিশ্বের মতো উদ্বিগ্ন সৌদি আরবও। বিপর্যস্ত এই সময়ের মধ্যে যেসব বিদেশি শ্রমিকের আকামার মেয়াদ ১৮ মার্চ থেকে ৩০ জুনের ভেতর শেষ হবে, তাদের আকামার মেয়াদ সরকারের পক্ষ থেকে আরও তিন মাসের জন্য বিনা মাসুলে নবায়ন করা হবে।
এ ক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ দেশে যাওয়ার পর শেষ হয়ে গেছে এবং তাদের আকামার মেয়াদ রয়েছে। তাদের কফিল/স্পন্সরগণ চাইলে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন।
এর মধ্যে যারা সৌদি আরবে উমরায় আসার পর নিজ দেশে ফিরে যেতে পারেননি, তারা আগামী ২৮ মার্চের মধ্যে নিচের লিংকে গিয়ে নিজের তথ্য প্রদানের মাধ্যমে দেশে ফিরে যেতে পারবেন। এরপর মোবাইল ফোনে পরবর্তী আপডেট পাঠানো হবে। ইমেইল https://t.co/2LydEZZdJh