‘চীন নয় ইতালি থেকেই ছড়িয়েছে করোনা’
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:৫৯,অপরাহ্ন ২৫ মার্চ ২০২০ | সংবাদটি ৭৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া সংক্রমিত করোনাভাইরাস (কোভিড-১৯) চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হয়। তবে ইতালির এক চিকিৎসক দাবি করেছেন, করোনাভাইরাস চীনে নয় বরং ইতালিতে আগে ছড়িয়েছিল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন মিলানের মারিও নেগরি ইনস্টিটিউট ফর ফার্মাকোলজিক্যাল রিসার্চ এর অধ্যক্ষ জুসেপ্পে রেমুজ্জি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
ইতালির ওই চিকিৎসকের দাবি, চীনের আগে ইতালিতে ছড়িয়ে পড়েছিল এই মারণ ভাইরাস। এই দাবির পেছনে যুক্তিও খাঁড়া করেছেন তিনি।
তিনি জানান, চীনের উহানের আগে ইতালির লুম্বার্ডিতে ছড়িয়ে পড়তে শুরু করেছিল করোনা। আর সেটা চীনের উহানে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কয়েক সপ্তাহ আগের ঘটনা। সেই বিষয়ে তিনি ও একদল চিকিৎসক ইতালির প্রশাসনকে সতর্ক করেছিলেন বলেও দাবি করেন জুসেপ্পে।
তার মতে, গত বছরের নভেম্বরে ছড়িয়ে পড়া খুবই অদ্ভূথ নিউমোনিয়া ছিল।
বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখনও করোনার উৎপত্তিস্থল খুঁজে বের করার জন্য গবেষণা করছেন। এরই মধ্যে ইতালির এই চিকিসকের দাবি নতুন করে আলোচনার জন্ম দিল।
বর্তমানে করোনাভাইরাস ইতালিতে মহামারি রূপ নিয়েছে। এখন পর্যন্ত দেশটিতে প্রায় সাত হাজার লোকের মৃত্যু এবং প্রায় ৭০ হাজার লোক আক্রান্ত হয়েছেন।