জরুরী অবস্থা জারি করতে রাষ্ট্রপতির কাছে আইনজীবীদের আবেদন!
প্রকাশিত হয়েছে : ১:৪১:৪৪,অপরাহ্ন ২১ মার্চ ২০২০ | সংবাদটি ৭৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট আসাদ উদ্দিন ও মো. জোবায়দুর রহমান সংবিধানের ১৪১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী এ আবেদন জানিয়েছেন। এ আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রী বরাবরও পাঠানো হয়েছে।
আইনজীবী শিশির মনির বলেন, ‘করোনাভাইরাস অতিমাত্রায় সংক্রামক। এখন এটি ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। বাংলাদেশে তো বটেই, এটি এখন বৈশ্বিক মহামারীর রূপ নিয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশ এই ভাইরাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, কানাডা, বেলজিয়াম জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হলে দেশের মানুষ ও অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাবে। ’
তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের শারীরিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা এখন হুমকির সম্মুখীন। একই সঙ্গে অর্থনৈতিক অবস্থাও হুমকির মুখে। এ দুটো বিষয় যখন ঘটে তখন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে পরিস্থিতি মোকাবিলা করা। এসব যুক্তি দেখিয়ে এ আবেদনটি করা হয়েছে।