করোনা নিয়ে গুজবে যুবক গ্রেফতার!
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৫৮,অপরাহ্ন ১৭ মার্চ ২০২০ | সংবাদটি ৩১৪ বার পঠিত
গাজীপুর থেকে সংবাদদাতা:: করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বৈরাজ্ঞীরচালা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি বৈরাজ্ঞীরচালা এলাকারই বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আনোয়ার করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছিলেন। সেই অভিযোগেই তাঁকে আটক করা হয়েছে।’
আনোয়ারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান ওসি।