সরকারদলীয় এমপি মোসলেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা
প্রকাশিত হয়েছে : ১১:০৯:২৮,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১৫১০ বার পঠিত
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সরকারদলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের-২ নম্বর ফুলবাড়িয়া আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে মামলা দায়ের করেন স্থানীয় মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন।
এমপি মোসলেমসহ ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার আইনজীবী একেএম ফজলুল হক দুলাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় এমপি মোসলেম হত্যা, ধর্ষণ, লুন্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে তালেব আলী, সেকেন্দার আলী, বশু চৌধুরীসহ আরো অনেককে হত্যা করা হয়। আদালত এই মামলা গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।
এর আগে ২০১০ সালে এমপি মোসলেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরো একটি মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন।