কাতারে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা!
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:১৬,অপরাহ্ন ০৯ মার্চ ২০২০ | সংবাদটি ৪৭০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কাতারে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ছুটিতে থাকা ও নতুনভাবে যাওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কাতার।
সোমবার (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কাতারের স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
কাতার সরকারি যোগাযোগ অফিস আজ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
বাংলাদেশ, ইটালি, চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড লোক আপাতত কাতার আসতে পারবেন না।
সেই যাদের কাতারে থাকার ইকামা আছে, বা যারা পর্যটন ভিসা নিয়েছেন, কিংবা যারা অন অ্যারাইভাল ভিসার সুবিধা পেতেন, সবার বেলায় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।