দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে ৭ মার্চ পালিত
প্রকাশিত হয়েছে : ৩:২৭:৩৪,অপরাহ্ন ০৮ মার্চ ২০২০ | সংবাদটি ২২৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্যভাবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে ৭ মার্চ পালিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেল ৩টায় দূতাবাসের হলরুমে এক আলোচনা সভা হয়। দূতাবাসের প্রাঙ্গণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে দিবসটির তাৎপর্য ও গুরুত্বের ওপর উন্মুক্ত আলোচনা হয়। যেখানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
৭ মার্চের ভাষণের পটভূমির পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতির তাৎপর্যের ওপর বক্তব্য রাখেন অতিথিরা। ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
আলোচনা শেষে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা কোরিয়ান ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সম্বলিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধু ও ৭ মার্চের ওপর লেখা কবিতা পাঠ করেন।