আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ৩:০৫:৫২,অপরাহ্ন ০৪ মার্চ ২০২০ | সংবাদটি ২২১ বার পঠিত
আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা:: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সৌলরী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০টি দোকান।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বাজারে অবস্থিত কামাল মিয়ার মোরগেে দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পায় আশেপাশের লোকজন। এরপর সে আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। কিন্তু তার আগেই পুড়ে যায় ২০টি দোকান।
বানিয়াচং ফায়ার স্টেশনের ফাইটার মো. হৃদয় মিয়া বলেন, রাত ১টার দিকে কামাল মিয়ার মুরগির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।