দরগাহ গোরস্থানে চিরনিদ্রায় আলহাজ্ব নাদির খান
প্রকাশিত হয়েছে : ২:২৩:০৮,অপরাহ্ন ০৩ মার্চ ২০২০ | সংবাদটি ২৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব নাদির খানের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জানাযা শেষে দরগাহে হযরত শাহজালাল (রহ.) গোরস্তানে দাফন করা হয়।
জানাযায় ইমামতি করেন আওলাদে রাসুল (স:) আল্লামা হুসাইন আহমদ মাদানীর নাতী আল্লামা সাইয়্যীদ হাসান আসজাদ মাদানীর ছাহেবজাদা হাফিজ মাওলানা সাইয়্যীদ হাসান মাদানী।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সিলেট মহানগর জমিয়তের সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নাদির খান সোমবার (২ মার্চ) বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে সিলেট নগরীর লেচুবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৭ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মুফতী ফয়জুল হক জালালাবাদীর পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, শায়খুল হাদীস মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, আবু তালেব মুরাদ, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা হাফিজ মুহসিন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা মোস্তাক খান, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুল আলীম, পরিবারের পক্ষ থেকে মরহুমের বড়ছেলে নজরুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও জানাযায় রাজনাীতিবিদ, সাংবাদিক, সমাজসেবী, পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।
পরে মরহুমের লাশ দরগাহে হযরত শাহজালাল মাজার পাশর্^বর্তী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
স্মৃতিচারণ করে বক্তারা বলেন,আলহাজ¦ নাদির খানকে হারিয়ে সিলেটবাসী একজন সমাজ হিতোষী ব্যক্তিকে হারিয়েছেন। তিনি নিঃস্বার্থে দেশ-সমাজ ও অসংখ্য মাদরাসা, মসজিদের ফাউন্ডার সদস্য ছিলেন। তিনি সমাজের অসহায় দরিদ্র মানুষকে সাহায্য-সহযোগিতা করেছেন। উপ-মহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল আল্লামা সাইয়ীদ হোসাইন আহমদ মদনীর (রহ.)সহ অসংখ্য ওলি আউলিয়াদের সান্নিধ্য লাভ করেছিলেন তিনি। বক্তারা মরহুমের রূহে মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।