মুখ খুলেই বিরোধীদের দায়ী করলেন অমিত শাহ!
প্রকাশিত হয়েছে : ২:২৫:৪৬,অপরাহ্ন ২৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৬১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দিল্লি সহিংসাতর পাঁচদিন পর মুখ খুললেন অমিত শাহ।
মুখ খুলেই এ সহিংসতার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করলেন ভারতের এ প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, দিল্লির দেখভালের দায়িত্বে থাকা একজন হয়েও অমিত শাহ পাঁচদিন যে নীরবতা দেখালেন তা নজিরবিহীন বলেই মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উড়িষ্যার এক জনসভায় অমিত শাহ বলেন, ‘বিরোধীরা নাগরিকত্ব আইন নিয়ে জনগণের মধ্যে ভুল ধারণা ছড়াচ্ছে। তারা মানুষকে উসকানি দিয়েছেন। আর সেই উসকানিতে দাঙ্গা ছড়িয়ে পড়ে দিল্লিতে। এ দাঙ্গার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিরোধীরাই দায়ী।’
অমিত শাহ বলেন, ‘নাগরিকত্ব কেড়ে নেয়ার জন্য সিএএ নয়, বরং নাগরিকত্ব দেয়ার জন্য এটি করা’।
দিল্লির এই দাঙ্গায় এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। দুই শতাধিক মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।