পুলিশের দিকে বন্দুক তাক করা সেই যুবক গ্রেপ্তার!
প্রকাশিত হয়েছে : ৩:০৯:৪৯,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৯৩২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সোমবারের (২৪ ফেব্রুয়ারি) সংঘর্ষে পুলিশের দিকে বন্দুক তাক করা সেই যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
পুলিশ বলছে, ওই ঘটনার সময় বন্দুক তাক করা যুবককে তাকে শনাক্ত করা হয়েছে। শাহরুখ নামের ওই যুবকের বয়স ৩৩ বছর। তিনি দিল্লির শাহধারার বাসিন্দা । তার নামে এফআইআর দায়ের করা হয়েছে।
এনডিটিভি বলছে, সোমবার সংঘর্ষের সময় ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে দাঙ্গা পোশাক পরে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্যের দিকে বন্দুক তাক করে তেড়ে আসছেন শাহরুখসহ আরও অন্তত ৬ জন যুবক। তখন ওই পুলিশ সদস্য হাত উঁচু করে ইশরায় জানান যে, তিনি নিরস্ত্র। এরপর ওই যুবক আকাশে গুলি ছুঁড়তে ছুঁড়তে চলে। তখন আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনা নিয়ে সোমবার গভীর রাতে দিল্লি পুলিশ প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও তার সহকর্মীদের নিয়ে বৈঠক করেছেন।
তিনি টুইটে দিল্লির ঘটনা নিয়ে উদ্বিগ্ন জানিয়ে সবাইকে হিংসা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানান।