ট্রাম্পকে দাওয়াত করে রীতিমতো লজ্জায় ভারত!
প্রকাশিত হয়েছে : ৫:৩২:১৩,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৬৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে দেশে এনে রীতিমতো লজ্জায় পড়েগেছে ভারত।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল হয়ে উঠছে রাজধানী দিল্লি।
সোমবার (২৪ ফেব্রুযারি) ট্রাম্পের যাত্রাপথে সংঘর্ষ হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনও একই অবস্থা চলছে। পুলিশসহ এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার সকালে ব্রহ্মপুরী ও গোকুলপুরী এলাকায় সংঘর্ষে জড়ায় নাগরিকত্ব আইনের বিরোধীরা এবং সমর্থকেরা।
মধ্যরাত থেকে অশান্ত এলাকায় ৪৫টি অগ্নিকাণ্ডের খবর এসেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তিনজন দমকলকর্মী।
উদ্ভূত পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুযারি) ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। দিল্লির হায়দরাবাদ হাউজে মোদির সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প। কিন্তু এমন পরিস্থিততে চিন্তায় পড়ছে প্রশাসন।