‘তাবলীগের’ কাজে বাঁধা দিলেই ব্যবস্থা নিবেন ওসি!
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:৪১,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ১৯৬৩ বার পঠিত
কিশোরগঞ্জ থেকে সংবাদদাতা:: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কোথাও সুনির্দিষ্ট ও উপযুক্ত কারণ ছাড়া ‘দাওয়াতে তাবলীগের’ কার্যক্রমে বাধা দিলেই ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ওই থানার ওসি মুজিবুর রহমান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাঁর নিজের ফেইসবুকে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক একাউন্টে তিনি লিখেন, ‘তাড়াইল থানা এলাকায় কোনো তাবলিগ জামাতকে সুনির্দিষ্ট ও যুক্তিসঙ্গত কারন ছাড়া কোনো মসজিদে বা কোন এলাকায় দাওয়াতি কার্যক্রমে বাধা দিলে ওসি তাড়াইল থানাকে 01713373482 নম্বরে জানান। ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) তাড়াইলে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার শেষদিন প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এসময় সভাপতি হিসেবে মঞ্চে ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
এ ইজতেমা শেষ হওয়ার তিনদির পর তাবলীগ বিরোধীদের বিরুদ্ধে এমন ঘোষণা দেন তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান।